Monday, December 19, 2016


সপষ্ট করে মধ্য রাতে
বলেন কেষ্ট বাবু
"
ভেবে ভেবে ক্লান্ত হলাম
ভেবে হলাম কাবু
ভাবতে ভাবতে ভেবলে গেছি
ভাবছি তবু আরো
ভাবছি কেন ভাবছি সেটাই
তুমিও ভাবতে পারো
        ভাবার যত ভাবনা ছিল
       ভাবছি ফুরিয়ে এল
       অমনি কোথার থেকে আরো
       ভাবনা উড়ে এল

হাল ছেড়েছি মাল ধরেছি
ভাবনা তবু সাথী
বনগা থেকে ঘুরে এলাম
ভাবছি যাব কঁথি

তাতেও যদি ভাবনা না যায়
ভাঙ্গব মনের শিক
ভাবের ঘরে করব চুরি
ভাবতে ভাবতে ঠিক " ।।