Friday, April 7, 2017

শব্দ

শব্দে ভরেছি ঘর
শব্দই ঈশ্বর
শব্দ ঘিরেই বাঁচি
 শব্দ যে নশ্বর

শব্দের সাথে খেলা
শব্দ স্রোতেই ভেলা
শব্দকে কিছু বলা
শব্দেই খোলামেলা

শব্দকে তাই বলি
' শব্দ, সাথে থেকো
শব্দ, তুকারাম
শব্দে ঢেকে রেখো। '