Wednesday, March 29, 2017

অপেক্ষা।।


প্রিয় মাতৃভূমি। এক সন্ধিক্ষনে। নতুন ফরমানে। অধর্মী ( বিধর্মী নয় ) মন । কিঞ্চিৎ আলোড়ন। আবার অনুসন্ধিষ্ঞু মন। বলে ' হোক। নতুনের আছে প্রয়োজন।'

কবির লেখনী। ক্ষুরধার। আনন্দবাজার। মানুষ দ্বিধান্বিত। এ কি ধর্মে আঘাত? নাকি এ সময়োচিত?

এ বড় অন্য সময়। শব্দচয়ণে মন দিলে ভালো হয়। বিভাজন নয়। আমার স্বদেশ হোক। বহু র আশ্রয়।

অপেক্ষা।।

অসংলগ্ন কথা নয়
প্রিয়তোষ, এই তো সময়
সঠিক শব্দ বাক্য ব্যবহারে,
বলে দিতে হবে সমাজ সংসারে
যা কিছু বলার। নতুবা চুপ করে শোনো।
যুযুধান সেনা, ধীর গতি, গোবলয়ে আসন্ন।

প্রিয়তোষ, বড় কঠিন দিন, এ সময় বদলের।
নতুনের আহ্বান,হয়তো বা, অতুষ্টি নতুনের
ধৈর্য ধরো, নয় বলো, নয় দেখো কি হয়
হয়তো বা বাঁকের আড়ালে বিস্ময়।
আকাশে হঠাৎ দেখে বোঝা দায়
এ লাল, সূর্যের উদয় না বিদায় !







No comments:

Post a Comment