Thursday, August 22, 2019

গণতন্ত্রের পাড়া।।

গণতন্ত্রের পাড়া।।


সারা রাত্তির অসহ্য চিৎকার করতো পাড়ার কুকুরগুলো।

তাই খবর দিলাম যেমন প্রয়োজন।

এবার নিশ্চিন্তি ঘুম। 

আঃ, আরাম।


তিন রাত্তির পর পর সুখ নিদ্রা। সহ্য হলে হয় এত সুখ।

চতুর্থ দিন চোর এলো। মাঝরাতে।

বাড়ির পর বাড়ি চুরি। 

ফাঁক, বেবাক।


‘সারা পাড়া নিস্তব্ধ করে দিলে ভালো ঘুম হয়’ বিজ্ঞ খুড়ো।

তবে নিঝুম পাড়ায় আঁধার নামে।

জনমানুষ ঘুমায় শান্তিতে।

ভাবের ঘরে চুরি হয়


যেমন বিরোধী শূণ্য গনতন্ত্রে ।।

No comments:

Post a Comment