Tuesday, October 10, 2017

অধর্ম।।

মান সম্বন্ধে হুঁশ। মানুষ।
কত প্রলোভন। কত সংকেত।
মানিয়ে নেওয়ার জন্যে কত উপদেশ।
মানল কই সে, 

একরত্তি মেয়ে? 

শাষিয়ে গেল ‘ দেখে নেব’

একরত্তি মেয়ে। 

মেঘ লুকলো, সুর পালাল, 

আঙুল গরম ঝাঁঝে।।


‘এত প্রতিবাদী কেন,
মেয়ে?
নে, আপোস করে নে
একরত্তি শরীরটা কে
একটুতো ছাড় দে

নে,
আপোস করে নে ‘

মেয়ে চাইল একবার।
মেয়ের আগুন-ঝরা
চোখ,
আঙুল খুঁড়ে মাটি
মেয়ে বুঝিয়ে দিল
রোখ

মেঘলা হোলো দেশ
বৃষ্টি হোলো খুব
আগ জুড়োলো কই
মেঘের সন্দেশ ?

হাওয়ায় ভৈরবী
মাদল বাজে বনে
আঙুল গেড়ে মেয়ে
অন্য কোনোখানে

মেয়ে যুদ্ধ বলেছে
মেয়ে আঙুল গেঁথেছে
মেয়ে শান্ত হবেনা
মেয়ে শপথ নিয়েছে


শাস্তি পেল সে।


আঙুল তুলে মেয়ে

‘জাহান্নমে ফের
আঙুল চিনে নে ‘

পা বাড়াল মেয়ে

ভেংচি কেটে
সূয্যি মামা

‘ লে হালুয়া, লে ‘


মেঘ লুকেলো
ভৈরবী ও
লজ্জ্বা পরকাশে

বুঝিয়ে দিল মেয়ে
আঙুল তুলে মেয়ে
আপোস করা অধর্মীয়

মানুষ হতে চেয়ে।।

No comments:

Post a Comment