Monday, October 9, 2017

সীমান্তে সেদিন।।



এলোপাথারি হাওয়ায় ওড়ে শুকনো পাতা
খুব দূরে বৃষ্টি হচ্ছে বুঝি বা
মিলিটারি ক্যান্টিনে এঁটো বাসন ধোয় জনৈক
মনের নরম মাংসে
বসে ভাবনার থাবা

জানি না এখানে রঙীন চিঠি আসে কি না আসে
প্রেমে কি পড়ে পাহাড়ি বালিকা?
প্রখর জোৎস্নায় দেখি রূপালী ঝর্ণার ভরতনট্যম
আরো কিছুক্ষণ এ নির্জনে
বসে যায় কি থাকা !

দিগন্তে কালো মেঘ
তাড়াতাড়ি বাড়ি ফেরে রাখাল বালক
যবের মোটা রুটি, পেঁয়াজের ঝাঁঝালো আচার
হাড়ভাঙা খাটুনির পর, দিনান্তে
সুড়সুড়ি দেয় পাখীর নরম পালক

কফিও ঠান্ডা হয়ে আসে।
ঝাপসা হয় শক্তির শেষ শব্দ রেখা
এখন ভিতরে টিমটিম মোমবাতি আলো
বিকেলের পাখী ডানা ঝাপটায়
মন, তোর আজ, কবিতা লেখা কি হোলো?

No comments:

Post a Comment