Friday, May 12, 2017

আশা।।

How often we are. Irrationally optimistic. Without evidence. On a gut feeling. Relying. On an act of good deed. How often. We wait. For a miracle to happen. Because. We believe. Therefore. This. It shall happen. Man. And his folly.

So well captured by the Uzbek poet. Bahrom Ruzimihammad.
সকাল সকাল উঠে সে
একটা মোরগ হত্যা করল।
মৃত মোরগ কবর দিল সে
মাটির অন্দরে।
একদিন তার বাগানে
নাকি মোরগের গাছ হবে।

সে বীজ নিল অঞ্জলি ভরে
রেখে এল দূরে
পাখির বাসায়।
এ আশায় যে একদিন
এ বাসা ছেয়ে যাবে
সবুজ ঘাসে।



দুপুর

How brilliant he captures the beauty of Spring. Poet Bahrom Ruzimihammad. From Uzbekistan.


সে একদিন, কোনোদিন এক
অদ্ভুত দুপুর নেমে আসে
নির্জনতায়।

বাগানের ঘাস ভিজে যায়
নরম বৃষ্টিতে। জানালায়
একটা গঙ্গাফরিং চুপ করে
বসে। যেন ক্লান্ত ঝিমায়।
সবুজ লতা এক শিকে
আলতো জড়ায়।
ভালোবাসায়।

দেয়ালে সারি বেঁধে পিঁপড়ের
দল। ওঠে নামে। সহজ
বিলাসিতায়।
ভাবি, ইস্ যদি দুদন্ড দাঁড়ায়।
কথা বলি। বাক্যে অথবা
ইশারায়।

নিঝুম দুপুর একদিন হঠাৎ
মাতায় ।।

ব্যাঙ।।

এটা একটা ব্যাঙের গল্প।
ব্যাঙ বাদুর দেখেছে
আকাশে।
মুক্তির আশ্বাসে।
অন্ধ, কুৎসিত
তবু উজ্জ্বল
চাঁদনি রাতে।

ব্যাঙ ভেবেছে।
কত সুন্দর আমি।
কত মিঠে বোল।
সবুজ চোখের তারা। আমি
গান জানি। তবু
আমার কপালে ডোবা,
পচা পুকুর, মশা।
আমি দূর্ভাগা।

এইভাবে দিন কাটে। বিষাদে।
তারপর একদিন
ব্যাঙ ভাবে। মাছ সে তো
শুধু জলে। আমি উভচারী।
সাপ। সে তো এঁকেবেঁকে।
আমি লাফাতে পারি।

ব্যাঙ বড় শান্তি পায়। ব্যাঙ
আরামে ঘুমায়।

Friday, April 7, 2017

শব্দ

শব্দে ভরেছি ঘর
শব্দই ঈশ্বর
শব্দ ঘিরেই বাঁচি
 শব্দ যে নশ্বর

শব্দের সাথে খেলা
শব্দ স্রোতেই ভেলা
শব্দকে কিছু বলা
শব্দেই খোলামেলা

শব্দকে তাই বলি
' শব্দ, সাথে থেকো
শব্দ, তুকারাম
শব্দে ঢেকে রেখো। '

Wednesday, March 29, 2017

অপেক্ষা।।


প্রিয় মাতৃভূমি। এক সন্ধিক্ষনে। নতুন ফরমানে। অধর্মী ( বিধর্মী নয় ) মন । কিঞ্চিৎ আলোড়ন। আবার অনুসন্ধিষ্ঞু মন। বলে ' হোক। নতুনের আছে প্রয়োজন।'

কবির লেখনী। ক্ষুরধার। আনন্দবাজার। মানুষ দ্বিধান্বিত। এ কি ধর্মে আঘাত? নাকি এ সময়োচিত?

এ বড় অন্য সময়। শব্দচয়ণে মন দিলে ভালো হয়। বিভাজন নয়। আমার স্বদেশ হোক। বহু র আশ্রয়।

অপেক্ষা।।

অসংলগ্ন কথা নয়
প্রিয়তোষ, এই তো সময়
সঠিক শব্দ বাক্য ব্যবহারে,
বলে দিতে হবে সমাজ সংসারে
যা কিছু বলার। নতুবা চুপ করে শোনো।
যুযুধান সেনা, ধীর গতি, গোবলয়ে আসন্ন।

প্রিয়তোষ, বড় কঠিন দিন, এ সময় বদলের।
নতুনের আহ্বান,হয়তো বা, অতুষ্টি নতুনের
ধৈর্য ধরো, নয় বলো, নয় দেখো কি হয়
হয়তো বা বাঁকের আড়ালে বিস্ময়।
আকাশে হঠাৎ দেখে বোঝা দায়
এ লাল, সূর্যের উদয় না বিদায় !







Tuesday, March 28, 2017

খনিজ।।

সেই এক সময়। শহর জুড়ে অস্থিরতা। যুদ্ধ কিছুতে নয়। আমার মনন। আমার হৃদয়। শান্তিতে প্রত্যয়।

এখন। রাজপথে হাঁটি না। তবু সমস্ত সত্ত্বা জুড়ে শান্তির পরোয়ানা।

একটা ভাল লেখা পড়লাম। The Dug-out ( Siegfried Sassoon ). German যুদ্ধ বিরোধী লেখা ।

আমার লেখা টা প্রচেষ্টা মাত্র। ছন্দ ভেঙেও লিখলাম। কিন্তু এটাই বেশী ভালো লাগল।

xxxxxxxxxxxxxxxxxxxx

খনিজ।

তুমি ঘুমিয়ে আছো বন্ধু, তোমার অঙ্গ অবিনস্ত্য
আমিও ঝুঁকে তোমার শরীরে, কিঞ্চিৎ বুঝি ত্রস্ত

তোমার ক্লান্ত রেখা
হৃদয় ভেঙে দেখা
আঁধার কালো
বিজন আলো
স্বর্ণালী মোম শিখা

আমার ঝাঁকুনি তোমার শরীরে,
তুমি প্রত্যুত্তরে
বিস্ময়ে হতবাক ।
আমিতো বলেছি
আমার কথা
'হিংসা নিপাত যাক'।

এমন ঘুমালে, বড় ধাঁধাঁ লাগে
যদি এ শরীর কোনোদিন জাগে
হাত পেতে চায় অন্ন বা ঘৃত

ঘুমালে বন্ধু
ঘুমালে কেমন
আধেক লীন, মৃত .......

xxxxxxxxxxxxxxxxx

The Dug-Out

by Siegfried Sassoon

Why do you lie with your legs ungainly huddled,
And one arm bent across your sullen, cold,
Exhausted face? It hurts my heart to watch you,
Deep-shadowed from the candle's guttering gold;
And you wonder why I shake you by the shoulder;
Drowsy, you mumble and sigh and turn your head...
You are too young to fall asleep for ever;
And when you sleep you remind me of the dead.

Monday, December 19, 2016


সপষ্ট করে মধ্য রাতে
বলেন কেষ্ট বাবু
"
ভেবে ভেবে ক্লান্ত হলাম
ভেবে হলাম কাবু
ভাবতে ভাবতে ভেবলে গেছি
ভাবছি তবু আরো
ভাবছি কেন ভাবছি সেটাই
তুমিও ভাবতে পারো
        ভাবার যত ভাবনা ছিল
       ভাবছি ফুরিয়ে এল
       অমনি কোথার থেকে আরো
       ভাবনা উড়ে এল

হাল ছেড়েছি মাল ধরেছি
ভাবনা তবু সাথী
বনগা থেকে ঘুরে এলাম
ভাবছি যাব কঁথি

তাতেও যদি ভাবনা না যায়
ভাঙ্গব মনের শিক
ভাবের ঘরে করব চুরি
ভাবতে ভাবতে ঠিক " ।।