Friday, May 12, 2017

দুপুর

How brilliant he captures the beauty of Spring. Poet Bahrom Ruzimihammad. From Uzbekistan.


সে একদিন, কোনোদিন এক
অদ্ভুত দুপুর নেমে আসে
নির্জনতায়।

বাগানের ঘাস ভিজে যায়
নরম বৃষ্টিতে। জানালায়
একটা গঙ্গাফরিং চুপ করে
বসে। যেন ক্লান্ত ঝিমায়।
সবুজ লতা এক শিকে
আলতো জড়ায়।
ভালোবাসায়।

দেয়ালে সারি বেঁধে পিঁপড়ের
দল। ওঠে নামে। সহজ
বিলাসিতায়।
ভাবি, ইস্ যদি দুদন্ড দাঁড়ায়।
কথা বলি। বাক্যে অথবা
ইশারায়।

নিঝুম দুপুর একদিন হঠাৎ
মাতায় ।।

No comments:

Post a Comment