Friday, May 12, 2017

ব্যাঙ।।

এটা একটা ব্যাঙের গল্প।
ব্যাঙ বাদুর দেখেছে
আকাশে।
মুক্তির আশ্বাসে।
অন্ধ, কুৎসিত
তবু উজ্জ্বল
চাঁদনি রাতে।

ব্যাঙ ভেবেছে।
কত সুন্দর আমি।
কত মিঠে বোল।
সবুজ চোখের তারা। আমি
গান জানি। তবু
আমার কপালে ডোবা,
পচা পুকুর, মশা।
আমি দূর্ভাগা।

এইভাবে দিন কাটে। বিষাদে।
তারপর একদিন
ব্যাঙ ভাবে। মাছ সে তো
শুধু জলে। আমি উভচারী।
সাপ। সে তো এঁকেবেঁকে।
আমি লাফাতে পারি।

ব্যাঙ বড় শান্তি পায়। ব্যাঙ
আরামে ঘুমায়।

No comments:

Post a Comment