Wednesday, May 24, 2017

চেয়ার

একদিন এমন আসুক যেদিন মানুষ ভুলে যাবে বসার রকম সকম
(যেমন আমরা একদিন ভুলে গেছি চার পায়ে হেঁটে চলার কসরত)
আমরা সেদিন সারাদিন হাঁটব মাঠ থেকে মাঠ জঙ্গল থেকে জঙ্গল
আমরা ঘুরে বেরাব অবিরাম সারা দিন হাতে হাত ধরে পূব পশ্চিমে
তার পর দিন শেষে আমরা খুব ক্লান্ত হলে খুঁজে নেব কোনো গাছ
হেলান দেব বাকলের রুক্ষ শরীরে গভীর নিদ্রায় নরম জোৎস্নায়

বহুযুগ বাদে কখনো তেমন গভীর সমস্যা এলে আমাদের প্রজন্ম
খুঁজে নেবে শুশুনিয়া পাহাড়ের বিশাল পাথর। সেই পাথর ঘিরে হবে আলোচনা
সবাই টানটান দাড়িয়ে মুছে দেবে পৃথিবীর যাবতীয় যন্ত্রনা। পাহাড় শুশুনিয়া।।

No comments:

Post a Comment