Saturday, May 9, 2015

প্রথম প্রেমের সেদিন


প্রথম প্রেমে পড়ার মজাই আলাদা ।। কতক্ষনে সব্বাই জানতে পারলো , না জেনে থাকলেজানাই কি ভাবে, তার পরিকল্পনা ।। প্রচার বিহীন প্রেম আর রইল কি ?

আমাদের সময় ফেসবুক ছিল না ।। কলেজ ক্য়ান্টিন ছিল জমজমাটি ।। চারমিনার আর লাল চা ছিল অপরিহার্য সঙ্গী ।। এরই ভরসায় নেমে পড়তাম ময়দানে ।।


প্রেম মানে দুমদাম
প্রেম মানে লজ্জা
প্রেম মানে খুলে গেল
যৌবন দরজা

প্রেম মানে সকলকে
আগেভাগে বলা চাই
প্রেম মানে আ্য়কাডেমি
নাটক টা ইস্য়ু নয়

প্রেম মানে "অবনী" টা
মুখস্থ হয়েছে
প্রেম মানে "উটপাখি"
ঝোলা ব্য়াগে রয়েছে

প্রেম মানে অভিনয়
প্রেম মানে চর্চা
প্রেম মানে ইতিউতি
বেহিসেবি খরচা

প্রেম মানে ঢং করে
অভিমান কান্না
এক ফোঁটা অশ্রূ
হীরে চুনি পান্না

প্রেম মানে গদগদ
প্রেম মান হাঁকপাক
প্রেম মানে অনুভুতি
স্মৃতি খান বেঁচে থাক ।।।

আবহমান


তোর কাছে খেলনা ছিল
আমার কাছে বাটি
রাম ছিলনা লক্খন ভাই...
সীতার গণ্ডি কাটি

তোর কাছে বই ছিল
আমার কাছে নোট
মাঝ্-পুকুরে ডুব মারলি
আমায় দেখে "ফোট্"

তোর গলায় রবীন্দ্রনাথ
পরনে নীলাম্বরী
আমি তখন মোহনবাগান
লাল পতাকা ধরি

তোর ছিল ফিয়েট্ গাড়ি
আমার সাইকেল
তুই তখন মোনালিসা
আমি মাইকেল

তোর সেদিন সাতাশতম
আমি MBA
গলির মোড়ে পত্র দিলাম

"
করবি নাকি বিয়ে"

মুখ ফেরালি মুচকি হাসি
নন্দন স্বভূমি
তুইতোকারি বন্ধ হলো
এখন শুধু "তুমি" ।।

আমি কেন কাঁদি


দুঃখ পেলে
আনন্দেতে
বিয়োগ ব্যথা...
অ্যালার্জিতে
রান্না ঘরে
পেঁয়াজ কেটে
"
জয় মা" বলে
বিশ্বাসেতে
ডিপ্রেসন
অত্যাচারে
হঠাৎ করে
অভিমানে
কাঁদতে পারি
যখন তখন
কারন জানা
নেহাত
বারন ।।

এদিন-সেদিন



সহজ পাঠে সহজ ভাবে
সহজ পরিচয়
আমি তখন নামতা পড়ি
তিন দুগুনে ছয়

ছোট নদীর চলার পথে
যাচ্ছি বহু দূর
পৌষ ডাকে ভর দুপুরে
মন মাতানো সুর

মায়ের কোলে মুখ লুকিয়ে
কান্না কিছুখন
বন্দীবীর গাইছ তুমি
অলখ নিরন্জন

অনেক পরে জীবন স্মৃতি
এক ঝটকায় পড়া
কালে কালে নৌকাডুবি
এবং নায়ক গোরা

হোঁচট খাওয়া মুষরে পড়া
রুক্ষ সরনীতে
খেলনা বাটি খেলতে থাকি
মিথ্যে ধরনীতে

এমনি করে সেদিন ছিলে
আজও আছ কবি
সেদিন তুমি ঠাকুর ছিলে
আজকে শুধু রবি ।।