Saturday, May 9, 2015

আবহমান


তোর কাছে খেলনা ছিল
আমার কাছে বাটি
রাম ছিলনা লক্খন ভাই...
সীতার গণ্ডি কাটি

তোর কাছে বই ছিল
আমার কাছে নোট
মাঝ্-পুকুরে ডুব মারলি
আমায় দেখে "ফোট্"

তোর গলায় রবীন্দ্রনাথ
পরনে নীলাম্বরী
আমি তখন মোহনবাগান
লাল পতাকা ধরি

তোর ছিল ফিয়েট্ গাড়ি
আমার সাইকেল
তুই তখন মোনালিসা
আমি মাইকেল

তোর সেদিন সাতাশতম
আমি MBA
গলির মোড়ে পত্র দিলাম

"
করবি নাকি বিয়ে"

মুখ ফেরালি মুচকি হাসি
নন্দন স্বভূমি
তুইতোকারি বন্ধ হলো
এখন শুধু "তুমি" ।।

No comments:

Post a Comment