Saturday, May 9, 2015

এদিন-সেদিন



সহজ পাঠে সহজ ভাবে
সহজ পরিচয়
আমি তখন নামতা পড়ি
তিন দুগুনে ছয়

ছোট নদীর চলার পথে
যাচ্ছি বহু দূর
পৌষ ডাকে ভর দুপুরে
মন মাতানো সুর

মায়ের কোলে মুখ লুকিয়ে
কান্না কিছুখন
বন্দীবীর গাইছ তুমি
অলখ নিরন্জন

অনেক পরে জীবন স্মৃতি
এক ঝটকায় পড়া
কালে কালে নৌকাডুবি
এবং নায়ক গোরা

হোঁচট খাওয়া মুষরে পড়া
রুক্ষ সরনীতে
খেলনা বাটি খেলতে থাকি
মিথ্যে ধরনীতে

এমনি করে সেদিন ছিলে
আজও আছ কবি
সেদিন তুমি ঠাকুর ছিলে
আজকে শুধু রবি ।। 

No comments:

Post a Comment