Saturday, May 9, 2015

বেগম আখতার ।।


তখন কলেজ ।। কফি হাউস ।। সিগারেট ।। বামপন্থী মিছিল ।। ঠা ঠা রোদ্দুরে গনসঙ্গীত ।। বাদাম ভাজা ।। ষাঠ পয়সার গ্যালারি তে খিস্তি খেউড় ।। পাড়ার মোড়ে রাজা উজির ।। অনেক রাত্রে বাড়ি ফেরা ।। লোড শেডিং ।। মশারি ।। খোলা জানলা ।। হাল্কা হাওয়া ।। তোমার কথা ।। ঘুম আসে না ।। শরীর জুড়োয় হাল্কা হাওয়ায় ।। তোমার সুরে ভেসে যাওয়া ।। তোমার সুরে ঘুমিয়ে পড়া ।।

কফির ঘোরে দিন কাটত
সঙ্গী চারমিনার
রাত্রি শুধু তোমার জন্যে
বেগম আখতার

মিটিং মিছিল শক্তি সুনীল
শহর জেরবার
ঘুম পাড়াতে ক্লান্ত শরীর
বেগম আখতার

মনের গভীর ক্ষতের কথা
এবং হাহাকার
উজার করে তোমায় বলি
বেগম আখতার ।।


কেউ জানে না তুমি জানো
মন হারালো কার
তোমার কাছে আমার চাবি
বেগম আখতার ।।

No comments:

Post a Comment