Saturday, May 9, 2015

চার্লি চ্য়াপলিন

সকাল সকাল
চোখ খুললাম
আকাশ ভরা আলো
মনটা যেন
হঠাৎ করে
ভীষন রকম ভালো

অফিস যাচ্ছি
ছোট্ট শিশু
মিষ্টি করে হাসে
দুষ্টু চোখ
ভালো লাগে
খুশিতে মন ভাসে

দুপুর বেলা
মেঘ গুরগুর
বৃষ্টি ঠাণ্ডা হাওয়া
মন হারাল
তেপান্তরে
উধাও হয়ে যাওয়া

অপূর্ব  আজ
আনন্দময়
হাসিখুশী দিন
সন্ধেবেলা
জানতে পারি
তোমার জন্মদিন

ভালো থেকো
বন্ধু প্রিয়
চার্লি চ্য়াপলিন ।।

No comments:

Post a Comment