Saturday, May 9, 2015

সুনীল

বুকের বোতাম মুঠোয় নিয়ে
যাচ্ছি বহুদূর
পাশের বাড়ি সঙ্গে যাবি
নিশ্চিন্দিপুর ?


লোকাল ট্রেন জানলার সিট
বাউল মূর্ছনা
লক্ষ্মী মেয়ে আকাশ ভাঙা
স্বপ্ন দেখাস না

দূর্বা ঘাসে হাত রাখলাম
গল্প বলার ফাঁকে
চোখের কোনে কাজল লতা
মনে পড়ে মা কে

ট্রেন থামছে আকাশ কালো
আবছা ভাঙ্গা পুল
পাশের বাড়ি নামবি নাকি
নিরুদ্দেশে ভুল ।।

No comments:

Post a Comment