Saturday, May 9, 2015

শক্তি ।।


ধর্মতলা গুমটি ।। শিলিগুড়ি যাচ্ছি ।। মন ভালো নেই ।। বাস আসছে না ।। হঠাৎ কে যেন বলল " শক্তি নেই" ।। একটা মুহূর্ত যেন থমকে দাড়াল ।। হঠাৎ হাসি পেল ।। ভাল ঠাট্টা করতে জানে শক্তি ।। "চলে গেল" মানে কি? হাঃ ।। পারেও শক্তি !!


বাস স্ট্যাণ্ডে খবর পেলুম
তোমার যাত্রা শেষ ।
হাসি পেল । চলে গেলে
শক্তি, অন্য দেশ ?

আঙ্গুল ধরে শিখিয়েছিলে
বালক বালিকাকে
ব্যর্থ প্রেমের কুসুমঘরে
মিষ্টি দুঃখ থাকে ।।

তোমার কাছে ভালবাসার
সহজপাঠ শিখি
এলায়ে পড়া ছবির ফ্রেমে
আনন্দ ভৈরবী ।।

পবিত্রতা শিখিয়েছিলে
অশ্লীলতার ফাঁকে
কুসুম কুসুম বৃষ্টি হলে
বড্ড মনে পড়ে ।।


No comments:

Post a Comment