Tuesday, June 20, 2017

চলো, কল্পনায়।

আবার চলে যাচ্ছি। সাময়িক। কোলকাতা ছেড়ে। একটা সময় ছিল। হাতে খুব অল্প কটা টাকা নিয়ে মৌসুমী আর আমি বেড়িয়ে পড়তাম। মালদা। দীঘা। ভোজনের যত্রতত্র, শয়নং হট্টমন্দিরে। আজ ভাবতেও পারি না। সেদিন পারতাম । খুশী মনে ফিরেও আসতাম। মার বকুনি। পাড়ার মোড়ে চোখ গোল গোল গল্প করা। সবই ছিল সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার অংশ।

কোলকাতার বন্ধুরা আজও বেড়াতে যায়। উইকএন্ডে কাছে পিঠে বা দূরে। লীনা-রাজর্ষি। পম্পা- সন্জয়। সুপ্রীতী- জয়ন্ত। আরও অনেকে। পোস্ট গুলো পড়ি। দেখা হলে গল্প গুলো শুনি।

বুঝি অনেক কিছু মিস করছি। কোলকাতায় না থাকার জন্য। আমি আর মৌসুমী।।

চলো, কল্পনায়।

এক রোববার ঘুরে আসি চলো কাছেপিঠে ফলতায়
স্টিয়ারিংএ থেকো তুমি আর আমি মাতি বর্ষায়
বাইরে বৃষ্টি বিদ্যুৎ রেখা, হেমন্ত গান গায়
এমনই দিনে তারে বলা যায়
এমনই ঘন ঘোর বরিষায়

এক রোববার ঘুরে আসি চলো পুরুলিয়া শুশুনিয়া
স্টিয়ারিং নেবো আমি আর তুমি হয়ো মরমীয়া
হাল্কা কুয়াশা হিমেল হাওয়া আখতার দরদীয়া
কোয়েলিয়া গান থামা, কোয়েলিয়া, কোয়েলিয়া

এক রোববার লং ড্রাইভে চলো না দার্জিলিং
পাহাড় বাঁকে শিহরন যত বুঝে নিক স্টিয়ারিং
গান টা না হয় তোলা থাক আজ
চোখ মেলে দেখি পাহাড়ের সাজ
এসেছি যখন হয়ে যাই চলো পাহাড়ের
offspring ।।

No comments:

Post a Comment