Tuesday, June 20, 2017

দারুখন্ড

Every time I visit Seattle, I religiously visit my favourite book store. Left Bank Books. At Pike Market. And every time I discover a new author. And I fall in love. With her and his poetry.

This time. Judith Malina.

I read the first poem. Love and Politics. I read again. And again. And again. Starbucks and Judith made an enchanting combination.

Love and Politics
Judith Malina

চিল্কা হ্রদ পেরিয়ে এসেছি। ঢেউ প্রচন্ড।
দেখি মাঝ দরিয়ায় ভাসে পূণ্য দারুখন্ড।
বলি 'আমি বিদ্রোহী। মানি না গনতন্ত্র।'
দারু বলে 'তবু সুখী থেকো, প্রিয় বৎস।'

'তুমি অসার কাঠ। মনের জানালা বন্ধ।
তুমি অনুভুতিহীন। বিচারে অলস অন্ধ।'
ভেসে যায়। ভেসে যায়। দারুখন্ড।
বলে 'প্রিয়, ঘুমাও । বাতাসে ধূপের গন্ধ।'

ভেসে যায় দারু। দূর হতে দূরে। একাকী।
আমি বলি 'যেয়ো না। কত কথা বাকী।
রাজা স্বৈরাচারী।
অশুভ আত্মা দখল করেছে রাজধানী
ফিরে এসো। ফিরে এসো। কথা করি।'

ভেসে যায় দারু। দূর। দূরে।
দূরে ঢেউ ভাঙে বিষন্ন সুরে ......

'

No comments:

Post a Comment