Tuesday, June 20, 2017

মহান মে দিবস।।

মহান মে দিবস।।

আমরা সারা সকাল ক্যাম্পাস সাফাই করে
ফিরলাম। রবিবার সকাল। গরমে ঘেমে নেয়ে
আমি দিগন্ত শৈবাল আর অনুপ্রিয়।

হৈ হৈ করে ঝাঁট দিতাম আমরা। ক্যাম্পাস
ঘুরে ঘুরে শুকনো পাতা। ভেঙে থাকা ডাল
আর ছেঁড়া কাগজ। রাজেশ। দীপংকর।

বারান্দায় গামছা পেতে জিরোচ্ছি। ফুরফুরে
হাওয়া. চোখ বুজে আসে। প্রচন্ড ক্ষিদে পেটে।
শুয়ে পড়ি। ভাস্কর ইন্দ্রনীল মিলন।

সেদিন রবিবার। বিকেলে আত্মীয় স্বজন।
কাকা কে বললাম ' জানো। আজ ক্যাম্পস
ঝাঁড়ু দিয়েছি। আমি গৌতম বীর্যেন্দু। '

পিঠ চাপড়ে কাকা বলেছিল ' বাঃ। বেশ।
আজ তো মেহনতের দিন। আজ মহান
মে দিবস। '

সেই থেকে জানি মে দিবস মানে মেহনত
সেই থেকে জানি মে দিবসেই ঘাম ঝরে
সেই থেকে জানি যারা বন্ধু
তারা মে দিবসে কাজ করে

তারা ভাগ করে কাজ করে
তারা ভালোবেসে কাজ করে ।।

No comments:

Post a Comment