Tuesday, June 20, 2017

লাট্টু

রাস্তায় পড়ে আছে কিষাণের লাশ। কে মারল? কে জানে? পুলিশ বলল ' আমি নই। অন্য কেউ। ' মৌসুমী-দরদী বাইকে সওয়ার। ' বললে হবে? পয়েন্ট ব্ল্যাঙ্ক। '

মহামহিম বাইরে। তাই আপাতত পারিষদগণ চুপ। তিনি ফিরুন। কিছু বলুন। তবে না বাকিরা মুখ খুলবেন।

কিষাণের রক্তে ভেজে রাজপথ। আমার স্বদেশ।

লাট্টু।।

চৌকো ঘরে ঘুরছে লাট্টু, এ কোণ থেকে
ও কোণ
ও মন
কথার লাট্টু, ফানুস লাট্টু, রং মেখে ও
কখন
শোষন
হয়ে যায় জানে পাত্র, মিত্র, অমাত্য মায়
স্বজন।
কজন
রাস্তায় বুক চিতিয়ে গুলি খায়, অসহায়
কজন
কজন
বলো মিত্রোঁ
কজন
কজন !!

No comments:

Post a Comment