Tuesday, June 20, 2017

নয়ণাভিরাম।।

বোঁদলেয়ার। ফরাসী কবি। একটা লেখা পড়লাম। বহু বহু বছর পর। লেখাটা প্রথম যখন পড়েছিলাম। খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তখন একুশ বাইশ। মনও নরম। অল্পেতে নাড়া খেত। মনে আছে। মশারির ভেতর অনেক রাত্রে লেখাটা পড়ে কিছু লিখেছিলাম। হারিয়ে গেছে।
আজ আবার পড়লাম। এখন বয়স হয়েছে। কামদুনি- দিল্লী- পার্কস্ট্রীট অভিজ্ঞ মন। তাই পড়লাম। অন্য একটা অনুভূতি হোলো। রাগ। ক্ষোভ। হতাশার। খুব মন খারাপ হোলো। আগের হারিয়ে যাওয়া লেখাটার জন্যে।

নয়ণাভিরাম।।

তুমি হেমন্তের ঝরা বিকেল, ফিকে আকাশ
ঢেউ তোলো কত উতাল, অসুখী লাভায়
আমার ও ওষ্ঠে নোনা জল, অশ্রু আভাস
মননে তুমি, শুধু তুমি, প্রিয় ভালোবাসায়

তোমার অঙ্গুলি স্পর্শে আমারো শিহরণ
যা খোঁজ তা মলিন খোবলানো অপবিত্র
শৃগালের নখ পাশবিক স্বাক্ষরে চিরন্তন
কি খোঁজ তুমি,প্রিয়, হৃদয় লালায় সিক্ত

এ ধ্বংস আজ পশুর বাসস্থান
নিয়ত ছিঁড়ে খায় নরম শরীর
আহ্লাদে মাতে যত জানোয়ার
শুধু চন্দন বনে সুগন্ধ গভীর

হে সৌন্দর্য, আত্মার সপাট চাবুক,
এই বেলা খুঁজে নাও
ধ্বংস করো যে টুকু অবশিষ্ট
তারপর, প্রিয়, শুধু
আমাকে আমার মত থাকতে দাও ।।

No comments:

Post a Comment