Tuesday, June 20, 2017

প্রতিরোধ


আবার পুলিশি অত্যাচার । পুলিশ পুলিশই থাকে । আন্দোলনকারী থাকে আন্দোলনকারী। শুধু বেটন
আজ আর বেত নয়।

একটা ইজিপ্টের কবিতা পড়লাম। হোল। গহ্বর। কবি আহমেদ তাহা। তিনদিন ধরে যা ভাবছিলাম তাই নিয়ে লেখা। তারই ভাবে নিচের লেখা।।

http://jacketmagazine.com/36/egyptian-poets.shtml

আয়না।।
আয়নার পেছনে ওটা কার মুখ? রক্তাক্ত?
উদ্যত ব্যাটনে কার রক্তের দাগ? কমরেড?
নবান্নের পথে কারা গড়ে তোলে পাঁচিল?
কমরেড, আয়নায় ও কার রক্তাক্ত মুখ !!

যে যুবকের হাতে লাল পতাকা সে ছিল কি
ধর্মতলায়? ২১এ জুলাই? যে মার শরীরে
লাল জমাট রক্ত, সে ছিল কি নন্দীগ্রামে?
১৪ মার্চ, ২০০৭। কার মুখ দেখো আয়নায়?

ইতিহাস কথা বলে। আয়নায় দেখি মুখ বা
মুখোশ। যে ছিল আয়নার এ পাশে আজ
সেই ওপাশে চলে যায়। স্থান বদলায়। এ
সময় বড় অস্থির। তেমন অনুকূল নয়।

শিক্ষা নাও কমরেড। প্রতিকুল সময়। কথা
বলো। গনতন্ত্রের আজ বিপর্যয়। বিপ্লবের
এই তো সময়। জোট বাঁধো। প্রতিরোধ গড়ো।
শুধু মাঝে মাঝে আয়নায় মুখ দেখো নিশ্চয়।।

No comments:

Post a Comment