Tuesday, June 20, 2017

খঞ্জনি

লোরকা। প্রতিবাদী। বিপ্লবী। কলমে। প্রেমিকাকে চিঠি। শত্রুকে বুলেট। লোরকা। কমরেড। আন্দালুসিয়ায়। সবুজ উপত্যকায়।
কখনো পায়ে হেঁটে। কখনো ঘোড়ায়। মানুষের গান। মুক্ত হাওয়ায়। লোরকা গান গায়। গিটারের তারের। মূর্ছনায়। ফ্র্যাঙ্কোর ফ্যাসিস্ত স্বৈরচার উপেক্ষায়।

আজ। ভারতে নতুন যুগ। আকাশ কমলাচ্ছন্ন। নতুন ভোরের উদয়। শহরে গ্রামে অসীম উদ্দীপনায়। তবু বস্তারে গুলি চলে। তবু কালাহান্ডিতে লাশ কাঁধে। মনিপুরে নতুন সূর্যোদয়। মন্দিরে মন্দিরে খঞ্জনি বেজে যায়।।

খঞ্জনি।

পূব আকাশ রাঙালো ভোরের সূর্যে
দূর থেকে ভেসে আসে খঞ্জনি তান
মৃদু স্বরে বাজুক খঞ্জনি মন্ত্র তালে
পল্লীতে হোক জীবনের জয়গান

কে থামাবে খঞ্জনি ঝংকার ?
বাজুক প্রভাতের মন্ত্র তালে
শেষ কবে বেজেছে খঞ্জনি ?
আকাশে সূর্য কমলা ঢালে

বেজে যায়, বেজে যায় খঞ্জনি
হাওয়ার কান্নায়, নদীর কান্নায়
কে থামাবে এ খঞ্জনি বলো
এ' প্রভাতের অশ্রু মোহনায়

বস্তারে পাখী গান গায়
মনিপুরে শান্তি তামাশায়
গুজরাটে মাটি চাপা কান্নায়
কামদুনি বিচার আশায়

খঞ্জনি বেজে যায়
খঞ্জনি বেজে যায়
কে থামাবি, আয়
খঞ্জনি বেজে যায় ......

No comments:

Post a Comment