Tuesday, June 20, 2017

পাখী- মন

A bell boy.
As we rode in a boring elevator. I asked him. 'What is your name?'
As if with a stroke, he spread his arms, wide and far and replied ' Eagle '.
Outside the elevator, as I asked 'Picture?'
He stopped. And looked at the ceiling.

মেহনতী ডানায় ভর করে উড়ে যাও বালক
ভেঙে ফেলো এ' কংক্রিট দেয়াল
এখনো পিঞ্জরে ছটফট করো, অবুঝ বালক
এ' শিকল জেনো, মনের খেয়াল

বাইরে উন্মুক্ত আকাশ
তোমার পেশীতে দানবীয় শক্তি
তুমি স্বপ্ন দেখো আজও স্বাধীনতা
কাটুক, ছিঁড়ুক, হোক না রক্তারক্তি

তারপর খোলা আকাশ, ভাসমান মেঘ
তুমি উড়ে যাবে, নীচে সবুজ ঘন বন
তোমার ডানায় লেখা হবে রূপকথা
সাহসী হবে আরও কত পাখী- মন ।।


No comments:

Post a Comment