Tuesday, June 20, 2017

প্রতীক্ষায়।।

দুজন মানুষ সংসার করে। যত্নে। ভালোবাসায়। সহ মর্যাদায়। সুজন মানুষ। কত সাধ- আহ্লাদ তুলে রাখে। আগামীর অপেক্ষায়। কত কথা না বলা থেকে যায়। দ্বিধায়। ভাবে। একদিন সুযোগ হবে নিশ্চয়। কত অভিমান, স্বাভিমান হয়ে যায়। মিথ্যে ফানুস উড়ে যায়। সুখের আশায়। বিলাসী কল্পনায়। এ বাসা। ও বাসায় ।।

প্রতীক্ষায়।।
একদিন কুয়াশায় ঢেকে যাবে কথা
আসমানী রং হবে ক্ষেতের ফসল
আঙ্গুলে আঙ্গুল স্পর্শে, মিতা
হেঁটে যাব টলমল
তখনও কি এত অভিমান
এত স্বাভিমান অন্তরে
তখনও কি তুমি নাবিকের মতো
সাবলীল অচেনা বন্দরে

যে গাংচিল দেখিনি কোনো দিন
যে মেলা খোয়াইয়ে হারায়
সেদিন হয়তো বা, মিতা
দেখে নেব অশনি শংকোয়
আজ চলো, হাঁটি, মিছিলের ভিড়ে
এ নীড়, ও নীড়, মিতা, অন্য কোনো নীড়ে ।।

No comments:

Post a Comment