Tuesday, June 20, 2017

জীবন।।

জীবন।।

' সোজা চলে যান ভাই ' । এটা কথার কথা।
সোজা যাওয়া যায় না। পথে কিছু বাঁক থাকে।
আর বাঁক মানেই রহস্য।

রহস্য মানেই একটা কি হয় কি হয় ব্যপার।
হয়তো একটা নদী। বা একটা সাঁকো। গভীর
জঙ্গল হয়তো বা।

জঙ্গল মানে অন্ধকার। বহু গাছ। আর হিংস্র
জানোয়ার। তাক করে থাকে কোনো পথিক
পথ হারা একেলা।

একেলা মানুষ সমষ্টিতে সমাজ। সমাজের কিছু
নিয়ম। নিয়মের কিছু ধ্বজাধারী। সময়ে সময়ে
পাল্টায় বিধান।

আর এই পাল্টায় বলেই কিছু চিরস্থায়ী নয়।
সোজা যে পথে চলা শেখা হঠাৎ বাঁক খায়।
তখনই কি হয় কি হয়।

দার্শনিক বলে ' মানুষ , মেনে নাও। জীবন
অতীব রহস্যময় ।' '

No comments:

Post a Comment