Tuesday, June 20, 2017

ইশারা

How brilliant he captures the beauty of Spring. Poet Bahrom Ruzimihammad. From Uzbekistan.

সে একদিন, কোনোদিন এক
অদ্ভুত দুপুর নেমে আসে
নির্জনতায়।

বাগানের ঘাস ভিজে যায়
নরম বৃষ্টিতে। জানালায়
সবুজ গঙ্গাফরিং চুপ করে
বসে। যেন ক্লান্ত ঝিমায়।
সবুজ লতা জং ধরা শিকে
আলতো জড়ায়।
ভালোবাসায়।

দেয়ালে সারি বেঁধে পিঁপড়ের
দল। ওঠে নামে। সহজ
বিলাসিতায়।
ভাবি, ইস্ যদি দুদন্ড দাঁড়ায়।
কথা বলি। বাক্যে অথবা
ইশারায়।

নিঝুম দুপুর একদিন হঠাৎ
মাতায় ।।

--------------

IN THE SPRING

April
Right at your house
you will see a muddy water of the Amu.
Buried vineyard
extending its hands
to beams
in some days
will cry as baby in joy.
You wish not to leave this garden
when a warm wind blows
breeze that holes bushes
and mixed with odor of grasses:
a dragonfly alights to the window
a swallow knocked the doors
caravan of ants will cross the path
I wish to hold a talk to one of them

No comments:

Post a Comment