Tuesday, June 20, 2017

সে রাস্তা।।

অক্টাভিও পাজ। মেক্সিকান কবি। রাজনীতিবিদ।

বহু পুরষ্কার পেয়েছেন। নোবেলও।

আজ পড়লাম। The Street.

---------------------------------////----////

সে রাস্তা।।

সেই তখন থেকে হেঁটে চলেছি, নির্জন
নিরালায়
বড় অন্ধকার গুমোট এ' গলি , হাঁটি
আশংকায়
হোঁচট খাই, উঠি , পড়ি, উঠি , পাথুরে
রাস্তায়
শুকনো পাতা খরখর, মনে হয় পিছনে
ধীর পায়
কেউ হাঁটে, আমার গতির সাথে সাথে
পা মেলায়
আমি জোরে, সেও জোরে, যেন তরঙ্গ
হাওয়ায়
বড় অন্ধকার, এ রাস্তা, আজ মেতেছে
গোলকধাঁধায়
হেঁটে যাই তবু, যদিও ও প্রান্তে কেউ নেই
অপেক্ষায়
আমার সামনেও কেউ নেই, যে ঘুরে বলবে
'কি হে, কোথায়?'


No comments:

Post a Comment