Tuesday, June 20, 2017

দরজা


দরজা।।

এই তো সামনেই খোলা দরজা
কি করবি তুই ?

ঢুকে যেতে পারিস সোজা
খোলা দরজা, অথবা
মুখ ঘোরাতে পারিস
উল্টোপথে

দরজার ওপার অন্য জগত
কেউ চিনবে না তোকে
তোর নাম, খ্যাতি
সব মুছে যাবে দেখিস
প্রথম পদক্ষেপে
তুই একলা
আবার

দরজার এপারটা তুই চিনিস
তোর খ্যাতির ঝলক
তোর নাম, বিষয়
অর্জিত অর্থ
সবটুকু নিয়ে
তুই আজ
যেরকম

ভেবে দেখ, নতুনের আহ্বান
অচেনা, অজানা
না কি বহমান
এই জীবন
তুই যেরকম

সিদ্ধান্ত তোরই
দরজা তো দরজাই
সে কি করে নেবে তোর সিদ্ধান্ত

ভেবে দেখ।।

:::::::::::::::::::::::::::::::::::::::::
Door

(Alamin Mazrui, Kenya)

Either you go
through this door
or you don't.

If you go through
there's a danger
of forgetting your name.
That's the problem.

Everything looks at you twice
Ashamed, you look away,
you let it happen.
You can't look for a fight.

If you don't go through
perhaps you'll have a good life.

you'll defend your ideals
you'll carry on with your work
you'll die a hero in your country

but perhaps many things will pass you by
you'll be blind to many things
at what cost? I don't know.

The door itself
can't make your decision
it's just a door!

No comments:

Post a Comment