Tuesday, June 20, 2017

মিছিলের গভীরে


Vision of a face. Ernesto Cardina. A major poet. Revolutionary. Nicaragua's Minister of Culture until 1988. Very unique in disposition. He continued religious teachings, was a priest and fought for political freedom for Nicaragua through religion. Was declared an outlaw in 1977. Returned in 1979 and begun reconstruction of the Nation.

Vision de un rostro
Vision of a face.

মিছিলের মুখ।।

শ্যামবাজার পাঁচমাথার মোড়ে
জড়ো হয়েছিলাম আমরা। কলেজ স্টুডেন্ট, শিক্ষক,
উকিল, শ্রমিক, কৃষক ( ছিল কি? ), এমন কি এক
সদ্য লাটে ওঠা কারখানার বৃদ্ধ মালিক।
আমার দু পাশে ফেস্টুন, লাল পতাকা, চোঙা মাইক,
আমার সামনে সারি মানুষের ঢল, পিছনে যতদূর
চোখ যায়, মানুষ, মানুষ আর শুধুই মানুষ।

কেউ হাসছে, কেউ পতাকা বাঁধছে বাঁশের ডগায়।
কারো হাতে বাদাম ভাজার ঠোঙা। কমরেড দীপু
বললেন 'আসুন, সবাই লাইনে দাড়ান। আজকে
কলকাতার রাজপথ হোক আমাদের।' ঘামে ভেজা
শার্ট আর ফিকে ওড়নার সারি কাঁধে হাত রেখে
দাড়াল বরাবর।

ঠিক এমনি সময়ে আমি দেখলাম সেই মুখ। যেন ভিড়ে
খুঁজছে কিছু। কোকড়ানো চুল। হাতে লাল পতাকা।
ঘামে ভেজা কপাল। রোদ্দুরে চকচক করছে প্রতিটা
রোমকূপ। মুঠিবদ্ধ হাত। কি খুঁজছে সেই ছেলে? পত্রকারের
ফ্ল্যাশবাল্ব থেকে থেকে ঝিলিক মারে। এ' ছেলে অনেক দূরে।
কিছু খুঁজে চলে। মিছিলের গভীরে।

কাল এ ছেলে হয়তো বা আনন্দবাজারে। সাদা-কালো।
ফ্যাকাশে। মুক্তির মুখ। মৃত্যু অতিক্রমে।
ইনকিলাব- জিন্দাবাদে।

মিছিলের মুখ এই ছেলে।।

No comments:

Post a Comment