Tuesday, June 20, 2017

ব্যাঙ

এটা একটা ব্যাঙের গল্প।
ব্যাঙ বাদুর দেখেছে
আকাশে।
মুক্তির আশ্বাসে।
অন্ধ, কুৎসিত
তবু উজ্জ্বল
চাঁদনি রাতে।

ব্যাঙ ভেবেছে।
কত সুন্দর আমি।
কত মিঠে বোল।
সবুজ চোখের তারা। আমি
গান জানি। তবু
আমার কপালে ডোবা,
পচা পুকুর, মশা।
আমি দূর্ভাগা।

এইভাবে দিন কাটে।
বিষাদে।
তারপর একদিন
ব্যাঙ ভাবে। মাছ, সে তো
শুধু জলে। আমি উভচারী।
সাপ। সে তো এঁকেবেঁকে।
আমি লাফাতে পারি।

ব্যাঙ বড় শান্তি পায়। ব্যাঙ
পুনরায় গান গায়।

..................................................

A Poem from Uzbekistan. Written by Bahrom Ruzimihammad.

A frog was jealous of a bat:
This blind and mousy creature
Is flying in the sky.
I see his wings by moonlight.
Oh, the world is like this.
Here is my destiny –
Leaping,
Leaping,
Leaping,
To dive in stinking pond.
And lots of mosquitoes –
That’s all written in my destiny
But as regard the bat…
Me myself have green eyes,
Light-weight body,
And splendid voice to sing
If I only flew…
It began to hate itself
But suddenly to its small head
A good idea has come:
Fishes also do not fly,
And can’t live on land at all,
Legs are not given to snake,
There is no head for worm.
So the frog considered happy,
And began to sing anew.

No comments:

Post a Comment